এক পক্ষে
তিন লক্ষ অক্ষৌহিণী
নারায়ণী সেনা—
প্রত্যেকে দুর্ধর্ষ যোদ্ধা
সংশপ্তক
ভয় কাকে বলে তা জানে না।
যে জন্যেই হোক
( এরাও কৃষ্ণেরই জীব ! )
প্রাণ দেয় হেলায়।
দ্বারকায় বসে দুর্যোধন
চেটে নেয় জিভ –
আজ তার প্রাণে বড় সুখ।
অন্য পক্ষে
নিরস্ত্র একাকী
যুদ্ধপরাঙ্মুখ।
শ্রীকৃষ্ণ স্বয়ং।
ভূ-ভারতে একালে কেবা কী।
তাকালেই বোঝা যাবে।
বোঝা যাবে অর্জুন কী চায় ।
কেন কে
নক্ষত্রলোকে
দাঁতমুখ সমানে খিঁচায়।
হেঁকে আজ বলুক সবাই ;
মানুষ আমার ভাই !
বন্ধ করো ভ্রাতৃযুদ্ধ,
যেন কেউ মানুষ মারে না
ঘরে না, বাইরে না ।।
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।