ঘরে বাইরে

বর্গীরা আসে এদেশে বােমারু পুষ্পকে

শহুরে মােড়ল হুশিয়ারি হাঁকে সাইরেনে।

চকিতে বিজলী আলােরা অন্ধ রাজপথে—

বণিকেরা ক্লীব উদ্ধার খোঁজে অলকাতে।

 

আমরা বেকার, ঘর নেই, এই দুর্যোগে

মন বিষন্ন; শরীর টলছে উপবাসে।

নিরস্ত্র হাত; অসহায় মুঠি তুলি ক্ষোভে—

নিরুপায়ে চাই আকাশে, দৈবে নেই আশা।

 

সহসা মাভৈ শােনা গেল চড়া সাইরেনে

স্বদেশে দিয়েছে চম্পট ভীরু বর্গীরা।

পান্থপ্রদীপ জ্বলে ওঠে যেই রাজপথে,

মােড়ে মােড়ে লাল-ফতােয়ায় দেখি নব আশা।

 

নিই উজ্জ্বল উষার ঠিকানা লােকমুখে।

আরো পড়ুন:  বধূ

Leave a Comment

error: Content is protected !!