কিংবদন্তী

শেষ করেছে পেয়ালা।
বুড়োর এখন দেয়ালা।।

হেঁড়ে গলা, মুখ গোমরা।
নিশ্চয় কোনো হোমরা-চোমরা ॥

ওঠবার জন্যে মই।
পড়বার জন্যে বই।।

সকলেই ভেড়ের ভেড়ে,
      সকলেই এক রা।
তাতে গণতন্ত্রে
      থাকে নাকো ফ্যাকড়া।।

ঝাণ্ডা বয় কেউ-কেটারা।
ঠাণ্ডা ঘরে রয় নেতারা।।

মাটিতে আর পা পড়ে না।
কুরসি ছেড়ে আর নড়ে না।

পণ চায় যে গুখেকোর ব্যাটা।
মুখে মারো তার মুড়ো-ঝাটা।।

হাতে থাকতে রঙের তুরুপ।
কেন যে কারখানায় কুলুপ॥

ভাই, পাকিয়ে দেখ মুঠো।
সব ঝড়ের মুখে কুটো॥

ভাঙতে দাদার বড়াই।
রাস্তা-রোকোর লড়াই ৷৷

ঢোকে যদি বেনো জল।
পাঁকে ডুবে যাবে দল।।

আরো পড়ুন:  মুখুজ্যের সঙ্গে আলাপ

Leave a Comment

error: Content is protected !!