শেষ করেছে পেয়ালা।
বুড়োর এখন দেয়ালা।।
হেঁড়ে গলা, মুখ গোমরা।
নিশ্চয় কোনো হোমরা-চোমরা ॥
ওঠবার জন্যে মই।
পড়বার জন্যে বই।।
সকলেই ভেড়ের ভেড়ে,
সকলেই এক রা।
তাতে গণতন্ত্রের
থাকে নাকো ফ্যাকড়া।।
ঝাণ্ডা বয় কেউ-কেটারা।
ঠাণ্ডা ঘরে রয় নেতারা।।
মাটিতে আর পা পড়ে না।
কুরসি ছেড়ে আর নড়ে না।
পণ চায় যে গুখেকোর ব্যাটা।
মুখে মারো তার মুড়ো-ঝাটা।।
হাতে থাকতে রঙের তুরুপ।
কেন যে কারখানায় কুলুপ॥
ভাই, পাকিয়ে দেখ মুঠো।
সব ঝড়ের মুখে কুটো॥
ভাঙতে দাদার বড়াই।
রাস্তা-রোকোর লড়াই ৷৷
ঢোকে যদি বেনো জল।
পাঁকে ডুবে যাবে দল।।
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।