লাল টুকটুকে দিন

তুমিই আমার মিছিলের সেই মুখ—

এ-প্রান্ত থেকে ও-প্রান্ত যাকে খুঁজে

বেলা গেল।

     ফিরে দেখি সে আগন্তুক

ঘর আলো ক’রে ব’সে আছে পিলসুজে।

দিনে দূরে ঠেলে দিনান্তে নিলে কাছে।

ঠা-ঠা রোদ্দুরে পাইনি কোথাও ছায়া,

নীল সমুদ্র পুড়ে গেছে সেই আঁচে

চোখ মুছি—

      তুমি স্বপ্ন !

                না, তুমি মায়া ?

আমাকে কঠিন বাহু দিয়ে বাঁধো তুমি—

গলুক

      বুকের

             অশ্রুজমাট শিলা।

দাও তুমি ভালবাসাকে জন্মভূমি

ঘৃণার ধনুকে

আমি টেনে বাঁধি

                 ছিলা।

 

সারাদিন গেল।

কেন দিলে নাকো দেখা—

ফুৎকারে দিক্‌পৃথিবী আঁধার করে ?

বুঝি সেই রাগে

ঝঞ্ঝায় একা একা

এখনও বজ্র আকাশকে ছেড়ে খোড়ে ?

 

দিগন্তে কারা আমাদের সাড়া পেয়ে

সাতটি রঙের

          ঘোড়ায় চাপায় জিন।

তুমি আলো, আমি আঁধারের আল বেয়ে

আনতে চলেছি।

     লাল টুকটুকে দিন।।

আরো পড়ুন:  আগমনীর পত্র

Leave a Comment

error: Content is protected !!