কিংবদন্তী

চলছিলাে এতকাল বেসাতি

নিরাপদে বেশ এ-দাস দেশে।

আজকে ঢেউয়ের অলিগলিতে

যতদূত দেয় ডুবসাঁতার।

আদার ব্যাপারী তাই বুঝি না

জাহাজের হালচাল কিছুই।

কেবল গ্রাম্য হাটবাজারে

ভেসে আসে কানে ক্ষীণ গুজব।

আরো পড়ুন:  সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যগ্রন্থের সূচিপত্র

Leave a Comment

error: Content is protected !!