ল্যাং

ডান কানটা বিগড়ে গেলেও

বা কানটা আছে

তাইতে ধরছি কে এবং কী

ছাড়ছে ধারে-কাছে –

 

‘আপনি, মশাই, গেছেন বদলে

বদলে গেছেন, ছি ছি।

আগে গলায় বাজ ডাকাতেন,

এখন করেন চিঁ চিঁ।’

 

‘ইনাম পেয়ে জাহান্নামে

গেছেন, বলব কী আর—

প্রগতির লোক ছিলেন আগে

এখন প্রতিক্রিয়ার।

 

‘ফুলকি ছেড়ে ফুল ধরেছেন

মিছিল ছেড়ে মেলা

দিন থাকতে মানে মানে

কাটুন এই বেলা।

 

হেই গো দাদা, ছাড়ুন ঠ্যাং –

চলে যাচ্ছি ড্যাডাং ড্যাং॥

আরো পড়ুন:  যা হট

Leave a Comment

error: Content is protected !!