শ্রদ্ধানন্দ পার্কে সভা, লেনিন দিবস, লাল-পাগড়ি মােতায়েন,
আতঙ্কিত অন্তরাত্মা, ইষ্টনাম জপে রক্তচক্ষু মাড়ােয়ারি;
নির্ভীক মিছিল শুধু পুরোভাগে পেতে চায় নির্ভুল গায়েন,
ইতিহাস স্পষ্টবক্তা, ভারী ট্যাঁক কিন্তু মুদ্রাযন্ত্রের ভাড়াবী,
কড়ায়-গণ্ডায় ধূর্ত অধ্যাপক গােয়েন্দার প্রাপ্য গুনে নেন ,
‘সবি তাে শূন্যের রঙ্গ’ ফিরঙ্গ পাড়ায় সন্ধ্যা দেখে হাওয়াগাড়ি,
স্বপ্ন-স্বর্গ অকর্মণ্য মগজের, চন্দ্রাহত জব্দ কাঁটা-তাবে,
হাতুড়ি বিদ্যুৎগতি বিস্ফোরক স্ফুলিঙ্গের গম্বুজে লাগুক,
ধ্রুবলক্ষ্যে হামাগুড়ি কতকাল? কতকাল কঞ্চির আকারে?
ব্যর্থমনােরথ পাণ্ডা, পিণ্ডে তৃপ্তি নেই আর, জাতিস্মর ভুখ,
ধনতন্ত্রে নাভিশ্বাস, পরিচ্ছন্ন স্থান তার প্রস্তুত ভাগাড়ে,
(সাবাস বল্লভ ভাই! প্রকাশ্যেই নেড়ে দিলে গান্ধীব চিবুক)
হাজরা পার্কে সভা কাল , নিরপেক্ষ থেকে আর চিত্তে নেই সুখ।
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।