পুপে

মেয়ে আমার পুপে
যখনই যায় ছাতে
ছোট্ট ছোট্ট হাতে
প্রকান্ড নীল আকাশটা চায়
না দিলে নেয় লুফে।

পুপে যখন বড় হবে
তখন অন্য বায়না
মেলায় কিনে দিতে হবে
চিরুনি আর আয়না।

আমি যতই হই না কেন আলসে,
বাপের ঘরে থাকবে নাকো
জানি চিরকাল সে।
সিঁদুর পরতে গিয়ে যখন
খুলবে রুপোর কৌটো:

হঠাৎ মনে হতেও পারে
কী যেন তার ছিল।

হয়ত তখন খুলে দেখবে মুঠো
প্রকান্ড নীল সেই আকাশটা
কখন গেছে উপে।
যখন অনেক বড় হবে
আমার মেয়ে পুপে।

আরো পড়ুন:  কেন এল না

Leave a Comment

error: Content is protected !!