ছেলেপুলেগুলোকে থামাও তো !
ওঃ সারাটা দিন যা গেছে !
এখন একটু গড়িয়ে নিই।
কী গেল ? পাথরের সেই পুরনো মূতিটা ?
ইস, ভেঙে-ভেঙে ওরা আর কিছু রাখল না।
এখনকার যে কী হাওয়া !
একটু গড়িয়ে নিই।
ও সারাটা দিন যা গেছে !
মাঠে ধান রুয়েছি, পুকুরে চারামাছ।
জল হাওয়ায়, একটু রও, হানফান করে বাড়বে— আরো পড়ুন
তারপর বায়না করে আনব।
গাওনা-বাজনার দল।
ওঃ সারাটা দিন যা গেছে !
হাতে ওদের খেলনা দাও।
কানে তালা ধরে গেল ওদের চিৎকারে।
বাবাজীবনেরা, ঘরে শান্ত হয়ে বসো —
সাপ আছে, শাঁকচুন্নি আছে
অন্ধকারে যেতে নেই।
চোখের পাতা দুটো বন্ধ ক’রে
ভালো করে দেখতে হবে
হা-ঘরে হা-ভাতেদের জন্যে কী করা যায়।
সারাটা দিন যা গেছে,
একটু গড়িয়ে নিই।।
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।