রসুই

বাবুমশয়

  আপনি সায়েব

      আমি আপনার বাবুর্চি

 

হয়ে গায়েব

     পর্দার পাছে

চৌপহর দিন চৌকার আঁচে

খোদা জানেন

    যা পুড়ছি

করছি তৈয়ার

    ফরমাচ্ছেন যা

 

হুজুর, আমার মনোবাঞ্ছা

  পূরণ হয় না

     নিজের রান্নায়

 

খানা আমার

   বিবি বানায়

 

ঘরে যাবার আগে, হুজুর

  ভালো করে হাত ধুচ্ছি।।

আরো পড়ুন:  আশ্চর্য কলম

Leave a Comment

error: Content is protected !!