সপ্তাহ প্রতিদিনই

শিব নেই। ছি! ছি !
সেই দুঃখে
দক্ষযজ্ঞে
যান নি দধীচি।
বৃত্রাসুর হানা দিলে
স্বর্গচ্যুত
হলো দেবতারা –
খোদ ইন্দ্র রণে ভঙ্গ দেন।

তখন দধীচি ছাড়া
দেবগণ
অনন্য উপায় ।
দধীচি দিলেন প্রাণ।
তবে দেবতারা পায়
তাঁর অস্থি থেকে
বৃত্রনিধনের বজ্র—
যার জন্ম
একদা শান্তির গর্ভে
অথর্ব মুনির ঔরসে
এবং প্রেমের গর্বে
সারস্বত পুত্রের পিতা যিনি ।

বিনা নামে বিনা অর্থে
বিনা যশে
সে বজ্র বানিয়ে যায়
নিজের অস্থিতে
নেপথ্যে
সপ্তাহ
প্রতিদিনই ৷৷

আরো পড়ুন:  ফি বাৎসরিক ভুল ফল অথবা গণ্ডার

Leave a Comment

error: Content is protected !!