ভারতের শ্রমিক কৃষক নিপীড়িত জাতিসত্তাসহ শোষিত নির্যাতিত অপমানিত বঞ্চিত মানুষের সার্বিক মুক্তির সংগ্রামে যে সকল কবি লেখক আইনজীবী, মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবী, সাংবাদিকরা নিরলস সংগ্রাম ও সংগঠন করে আসছেন—বর্তমান ভারতের ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার তাদের দমনে এক রাষ্ট্রীয় অভিযানে নেমেছে। গত ২৮ আগস্ট ভারতের হায়দ্রাবাদ, মুম্বাই, পুনা, দিল্লিসহ বিভিন্ন শহরে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী প্রগতিশীল প্রতিবাদী লেখক বুদ্ধিজীবী পেশাজীবীদের বাড়ি রেইড করেছে এবং অনেককে গ্রেফতার করেছে। এদের মধ্যে আছেন বিপ্লবী কবি কমরেড ভরভরা রাও, সাংবাদিক ভেনন গঞ্জালভেজ, লেখক অরুণ ফেরেরা, আইনজীবী সুশান আব্রাহাম, সমাজকর্মী গৌতম নওলখা, পিপলস ইউনিয়ন অব সিভিল লিবার্টির প্রধান সুধা ভরদ্বাজসহ অনেককে।
‘অবরুদ্ধ সময়ের কবিতা’ অনুষ্ঠানে উপস্থিত কবি লেখক সাংবাদিকরা ভারত সরকারের এই ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছে। এই কবিতা অনুষ্ঠানের কবিরা একই সাথে বাংলাদেশের জনগণের মত প্রকাশ ও প্রচারের স্বাধীনতার উপর সরকারের দমন পীড়নের নিন্দা জানাচ্ছে, এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় আইসিটি আইন, ৫৭ ধারা সহ সকল কালাকানুন বাতিলের সংগ্রামে যুক্ত হবার জন্য দেশের কবি লেখক বুদ্ধিজীবী সাংবাদিকসহ জনগণের প্রতি আহবান জানাচ্ছে।
টিকা: গত ৩১ আগস্ট ২০১৮ তারিখে ‘অবরুদ্ধ সময়ের কবিতা’ অনুষ্ঠানে ভারতে আটককৃত কবি লেখক বুদ্ধিজীবীদের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে একটি বিবৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ৬৩ জন মঞ্চে পঠিত বিবৃতিতে সাক্ষর করেন। এখানে বিবৃতিটি তুলে ধরা হলো। বিবৃতি পাঠকারী হাসান জামিলের আলোকচিত্রটি তুলেছেন কবি অনুপ সাদি।