উত্তরপক্ষ

বাবা বলেন, যখন হবার

     আপনিই হয়,

         আসল ব্যাপার

                 সময়।

 

বাবা বলেন, সবার আগে

      জানা দরকার

           স্রোতে লাগে

               কখন জোয়ার,

                     কখনই বা ভাটা।

 

বাবা বলেন, এমনি ক’রে

      সারা রাস্তা ধৈর্য ধ’রে

           মড়া টপকে

            মড়া টপকে

                 মড়া টপকে হাঁটা।

 

বাবারা যা বলেন তা কি ঠিক ?

    এও ভারি আশ্চর্য,

        গা বাঁচাবার নাম দিয়েছেন সহ্য।

             বাবাদের ধিক্

                বাবাদের ধিক্‌

                    বাবাদের ধিক্।

 

আমাদের প্রাণভোমরাগুলো বড় বড় খোলের মধ্যে ভ’রে

সরু সুতোয় ঝুলিয়ে রাখা হয়েছে;

আমরা অপেক্ষা করে আছি

মাথায় ওপর বহ্নিমান হয়ে আকাশ কখন ভেঙে পড়বে।

এখন যে যতই সাফাই গাক

হাত-ধোয়া নোংরা জল আমাদের চোখের ওপর দিয়ে।

গড়িয়ে গড়িয়ে চলেছে।

বইতে পা লেগে গেলে আমরা কপালে হাত ছোঁয়াতাম,

গায়ে পা ঠেকলেও এখন আমরা প্রণাম করি না ;

এমন কাউকেই আমরা দেখছি না।

যার সামনে হাতজোড় ক’রে দাঁড়াতে পারি।

সরু করে বানাচ্ছি প্যান্ট

যাতে হাঁটু গেড়ে বসতে না হয়,

যাতে সারা দুনিয়াকে আমরা ভালো করে পা দেখাতে পারি।

আর শক্রর চোখকে ফাঁকি দেব বলেই

আমাদের জামায় ফুল-লতা-পাতা কাটার ফৌজী ব্যবস্থা।

কেউ আমাদের আদর করে ভোলাতে এলে

আমরা কাঠপুতুলের মতো ঠিকরে উঠি।

কানাকে কানা বলতে, খোঁড়াকে খোঁড়া বলতে

আমাদের মুখে একটুও আটকায় না।

ভদ্রতার মুখোশগুলো আমর৷ আঁস্তাকুড়ে ফেলে দিয়েছি,

কাউকেই আমরা নকল করতে চাই না।

যা বলবার আমরা জোর গলায় বলি,

শব্দ আমাদের ব্রহ্ম।

 

বাঁধা রাস্তায় পেটোর পর পেটো চমকাতে-চমকাতে

আমরা হাঁক দিই।

আমাদের আওয়াজে বাসুকি নড়ে উঠুক।।

আরো পড়ুন:  ল্যাং

Leave a Comment

error: Content is protected !!