লি হচ্ছে নয়া কনফুসীয় চীনা দর্শনের মৌলিক ধারণা

লি বা লী (পিনয়িন: ) হচ্ছে নয়া কনফুসীয় চীনা দর্শনের ধারণা। এটি দ্বারা প্রকৃতির অন্তর্নিহিত কারণ এবং শৃঙ্খলাকে বোঝানো হয় যা অঙ্গীভূত আকারে প্রকৃতিতে প্রতিফলিত হয়ে থাকে। অর্থাৎ ‘লী’ দ্বারা চীনের দর্শনে বিধান, বস্তু, জগতের শৃঙ্খলা, আকার ইত্যাদি বুঝানো হয়।

‘লী’ কথাটি চীনের দর্শনের একটি মৌলিক ভাববোধক শব্দ। ভাববাদী দার্শনিকগণ ‘লী’কে বস্তুবোধক ‘চী’র বিপরীতার্থক ভাববাচক ধারণা বলে ব্যাখ্যা করেছেন। কনফুসীয় মতবাদে ‘লী’কে আবার সামাজিক বিধানের সমাহার হিসাবেও ব্যাখ্যাত হতে দেখা যায়।

তথ্যসূত্র:
১. সরদার ফজলুল করিম; দর্শনকোষ; প্যাপিরাস, ঢাকা; জুলাই, ২০০৬; পৃষ্ঠা ২৬৫।

আরো পড়ুন:  প্রাচীন দর্শন হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্যের প্রাচীনকালের দার্শনিক চিন্তা

Leave a Comment

error: Content is protected !!