বিধেয়ক হচ্ছে উদ্দেশ্যর সাথে সম্ভাব্য সম্পর্কের শ্রেণিকরণে অবস্থান গ্রহণকারী শব্দ

এরিস্টটলীয় যুক্তিবিদ্যায়, বিধেয়ক (ইংরেজি: Predicable) হচ্ছে এমন একটি শব্দ যেখানে বিধেয়কটি উদ্দেশ্যর সাথে সম্ভাব্য সম্পর্কের শ্রেণিকরণে প্রযোজ্য ক্ষেত্রে অবস্থান নিতে পারে। এরিস্টটলের দশটি শ্রেণিকরণের জন্য স্কলাস্টিক ‘প্রেডিকামেন্টা’ (praedicamenta) শব্দটির সাথে এক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার দরকার নেই।

এ্যরিস্টটল তাঁর যুক্তিশাস্ত্রে একটি যৌক্তিক বাক্যে উদ্দেশ্যপদের সঙ্গে বিধেয় পদের সম্পর্কের শ্রেণী নিরূপণের চেষ্টা করেন। তাঁর প্রতিষ্ঠিত এবং প্রচলিত যুক্তিশাস্ত্রে একটি বিধেয় উদ্দেশ্যের সঙ্গে চার রকম সম্পর্কে সম্পর্কিত হতে পারে। বিধেয়র এই সম্ভাব্য সম্পর্ককে এ্যরিস্টটল প্রেডিকেবল বা বিধেয়ক বলেছেন। চার রকম বিধেয়কের নাম হচ্ছে জিনাস বা জাতি, স্পেসিস বা উপজাতি, ডিফারেনশিয়া বা লক্ষণ এবং প্রপ্রিয়াম বা উপলক্ষণ। ‘মানুষ হচ্ছে জীব’ এরূপ বাক্য বললে বিধেয়পদ ‘জীব’, উদ্দেশ্যপদ ‘মানুষ’ এর জাতি বলে গণ্য হবে। অর্থাৎ ‘জীব’ জাতির অন্তর্ভুক্ত হচ্ছে মানুষ। ‘মানুষ যুক্তিবাদী জীব’ বাক্যটিতে ‘যুক্তিবাদী জীব’ বিধেয় পদটি মানুষকে অপরাপর জীব থেকে পৃথকভাবে সূচিত করছে। এ কারণে ‘যুক্তিবাদী জীব’ উদ্দেশ্যপদের ডিফারেনশিয়া বা লক্ষণ।

তথ্যসূত্র:

১. সরদার ফজলুল করিম; দর্শনকোষ; প্যাপিরাস, ঢাকা; জুলাই, ২০০৬; পৃষ্ঠা ৩১৯।

আরো পড়ুন:  ব্যক্তিপূজা হচ্ছে মহান শ্রমিকনেতৃবৃন্দের সম্পর্কে সাম্রাজ্যবাদী প্রচারমাধ্যমের মিথ্যাচার

Leave a Comment

error: Content is protected !!