জায়নবাদ বা ইহুদি স্বাতন্ত্র্যবাদী আন্দোলন প্রসঙ্গে

জায়নবাদ বা ইহুদি স্বাতন্ত্র্যবাদী আন্দোলন (ইংরেজি: Zionism) হচ্ছে ইহুদিদের আন্দোলন। জেরুজালেমের কাছে Zion পাহাড়ের নাম দিয়ে ইহুদি ধর্মীয় সম্প্রদায়ের কিছু ব্যক্তি উনিশ শতকে জায়নবাদ নামে একটি আন্দোলন গড়ে তােলেন। জায়নবাদ বা ইহুদি স্বাতন্ত্র্যবাদী আন্দোলন-এর উদ্দেশ্য ছিল সারা বিশ্বের ইহুদিদের ঐক্যবদ্ধ করা এবং ইহুদিদের আদি পবিত্র বাসস্থান প্যালেস্তাইনে একটি সার্বভৌম রাষ্ট্র গড়ে তােলা। এই অভীপ্সার রূপায়ণের জন্য থিওডাের হের্জল (১৮৬০-১৯০৪) নামে হাঙ্গেরির জনৈক সাংবাদিক ১৮৯৭ খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের ব্যাল শহরে ইহুদিদের নিয়ে সারা বিশ্বের প্রথম জিওনিস্ট সম্মেলন আহ্বান করে ওয়ার্ল্ড জিওনিস্ট কংগ্রেস নামে একটি সংগঠন তৈরি করেন। প্রতিষ্ঠিত হয় ইহুদিদের জাতীয় তহবিল এবং জমি-ব্যাঙ্ক।

হের্জল ছাড়াও মাক্স নর্ভো, কেম উইজম্যান প্রমুখ ব্যক্তির নেতৃত্বে আন্দোলন ক্রমে শক্তিশালী হয়ে ওঠে। তাঁরা অনুভব করেন যে নিজস্ব একটি রাষ্ট্র ব্যতীত ইহুদিদের নিরাপত্তা বিপন্ন। ১৯১৭ খ্রি ২ নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস ব্যালফুরের এক ঘােষণায় ইহুদিদের দাবি স্বীকৃতি পায়। প্রথম বিশ্ব-মহাযুদ্ধের পরিসমাপ্তির সঙ্গে চারশ বছরের তুর্কি অটোম্যান সাম্রাজ্যের অবসান ঘটে।

ভার্সাই চুক্তি অনুযায়ী সম্মিলিত জাতিপুঞ্জ ১৯২০ খ্রি মধ্যপ্রাচ্যে ট্রান্সজর্ডানসহ সমগ্র প্যালেস্তাইনের শাসনভার (ম্যানডেট) গ্রেট ব্রিটেনের উপর ন্যস্ত করে। সেখানে ইহুদিদের উপনিবেশ সেই সময় থেকে বৃদ্ধি পেতে থাকে। ১৯৪৫ খ্রিস্টাব্দে ব্রিটেন ইহুদি উদ্বাস্তু উপনিবেশ স্থাপনের নিয়মকানুন কড়াকড়ি করে দেয়। দ্বিতীয় বিশ্ব-মহাযুদ্ধের পর অত্যাচারিত ইহুদিদের দাবি প্রবল হয়ে ওঠে। রাষ্ট্রসংঘ প্যালেস্তাইনকে দ্বিখণ্ড করে দেয়। ইজরায়েল নামে ইহুদি রাষ্ট্র জন্ম নেয় ১৪ মে, ১৯৪৮। ওয়ার্ল্ড জিওনিস্ট কংগ্রেস সেইসময় থেকে পৃথকভাবে সক্রিয়।

বি.দ্র. আরব লিগ; প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন

তথ্যসূত্র:

১. গঙ্গোপাধ্যায়, সৌরেন্দ্রমোহন. রাজনীতির অভিধান, আনন্দ পাবলিশার্স প্রা. লি. কলকাতা, তৃতীয় মুদ্রণ, জুলাই ২০১৩, পৃষ্ঠা ৪৮।

2 thoughts on “জায়নবাদ বা ইহুদি স্বাতন্ত্র্যবাদী আন্দোলন প্রসঙ্গে”

    • থিওডাের হের্জল বিশ্ব ইহুদি সংস্থা গঠন করেন। প্রথম কংগ্রেসের তিনিই আহ্বায়ক বা কনভেনর ছিলেন, ফলে আমরা তাকেই সভাপতি বলতে পারি।

      Reply

Leave a Comment

error: Content is protected !!