পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মানবসহ অন্যান্য সকল প্রাণের জন্য অভিশাপ

পারমাণবিক শক্তির পরিবেশগত প্রভাব (ইংরেজি: Environmental impact of nuclear power) হচ্ছে পারমাণবিক জ্বালানী চক্র, অপারেশন এবং পারমাণবিক দুর্ঘটনার প্রভাব থেকে সংঘটিত ফলাফলকে বোঝায়। পরমাণু চুল্লি থেকে বর্জ্য উতপাদিত হয়। এই তেজস্ক্রিয় বর্জ্য ফেলা এক ভয়াবহ সংকট। এই ভয়ংকর সংকট সম্পর্কে বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে আমরা সামান্য আলোচনা করছি।

বাংলাদেশের রূপপুরে প্রস্তাবিত পরমাণু প্রকল্পের অর্থনৈতিক ও নিরাপত্তাগত যথার্থতা নিয়ে অনেক প্রশ্ন ওঠা শুরু হয়েছে। এসব প্রশ্ন বহুদিন ধরে বাংলাদেশের গবেষক, বুদ্ধিজীবী এবং শ্রমিক ও কৃষকশ্রেণির মধ্যে গত এক দশকে বহুল আলোচিত। বহুবিধ নানা কারণে চিন্তাশীল ও প্রগতিশীল এসব ব্যক্তি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে চালু করা যাবে না বলে মত প্রকাশ করে আসছেন।

বাংলাদেশের পরিবেশে বিভিন্ন ধরনের সমস্যা গত দুই দশকে সামনে এসেছে। এসব সমস্যা সমাধানের জন্য বাংলাদেশের মুৎসুদ্দি আমলাতান্ত্রিক সরকারগুলো কোনো পদক্ষেপ তো নেয়ই না, বরং দেশের পরিবেশ ধ্বংস করে তারা মুনাফা লুটতে চায়। যেসব কারণে রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করা মানবজাতির জন্য অপরাধ হিসেবে গণ্য হবে তার কয়েকটি নিচে আলোচিত হচ্ছে।

প্রথমত, ফারাক্কা বাঁধের কারণে শীতকালে পদ্মা নদীতে প্রবাহিত পানি দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শীতলীকরণের জন্য যথেষ্ট নয়। দ্বিতীয়ত, রূপপুরে যে ভিভিইআর-১০০০ প্রযুক্তি ব্যবহার করা হবে তা এখন সেকেলে বাতিল ও বিপজ্জনক প্রযুক্তি। এখানে খরচ কমাতে নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহারের সম্ভাবনা। তৃতীয়ত, এ ধরনের জটিল ও বহুমাত্রিক প্রকল্প গ্রহণের মতো উপযুক্ত প্রাতিষ্ঠানিক ও তদারকি সামর্থ্য বাংলাদেশের নেই। চতুর্থত, পরমাণু বিদ্যুৎকেন্দ্র চালানোয় অব্যবস্থা মানে পারমাণবিক বিপর্যয় ঘটানোর সমূহ সম্ভাবনা। আর অব্যবস্থাপনা আমাদের বৈশিষ্ট্য। পঞ্চমত, বিশ্বের উন্নত দেশসমূহ যেখানে একযোগে পারমাণবিক জ্বালানি উৎপাদন কমিয়ে আনছে, সেখানে বাংলাদেশ দায়িত্বহীনভাবে বিপদের দিকে পা বাড়াচ্ছে।[১]  

আমরা বহুবছর ধরে শুনে আসছি পারমাণবিক চুল্লি, পরমাণবিক পরীক্ষা, পারমাণবিক বোমার বিস্ফোরণ থেকে নানা সমস্যা সৃষ্টি হয়। এছাড়া আমাদের তিন ধরনের সমস্যার ভেতরে পড়তে হতে পারে। আমরা এই তিনটির মধ্য থেকে নিচে কেবল একটি নিয়েই সামান্য আলোচনা করছি। যে তিনটি সমস্যা দেখা যাবে তা হলো,

আরো পড়ুন:  বিশ্বে ক্রমাগত বায়ুচালিত টারবাইন দ্বারা বায়ু বিদ্যুৎ উৎপাদন ক্রমাগত বাড়ছে

১. খাবারে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ফলে সৃষ্ট রোগ
২. বিকলাঙ্গ ছানা-পোনা-শিশু জন্ম
৩. তেজস্ক্রিয় বা পরমাণু বর্জ্য ব্যস্থাপনা সংক্রান্ত জটিলতা

আমরা জানি পরমাণু চুল্লি থেকে বর্জ্য উতপাদিত হয়। এই তেজস্ক্রিয় বর্জ্য ফেলা এক ভয়াবহ সংকট। কোথায় কিভাবে ফেলা হবে এই নিয়ে বিজ্ঞানিদের মধ্যে বিতর্ক চলে আসছে শুরু থেকেই। এবং ইউরোপীয়রা পারমাণবিক সমস্ত ক্রিয়াকলাপ থেকে নিজেদেরকে বাদ দিচ্ছে। এরকম মুহূর্তে বাংলাদেশকে নিয়ে রাশিয়া পারমাণবিক সংকটে ফেলার ভয়ংকর খেলায় মেতে উঠেছে।  

তেজস্ক্রিয় বর্জ্য ফেলার জন্য কোনো পাত্রই নিরাপদ নয়। কারণ তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে অন্য পদার্থও তেজস্ক্রিয় হয়ে ওঠে। অতীতে তেজস্ক্রিয় বর্জ্য মোটা ধাতুর পাত্রে রেখে সমুদ্রে ফেলে দেয়া হতো। যুক্তি হিসেবে বলা হতো সমুদ্রের পানি পাত্রটিগুলোকে ঠান্ডা রাখবে। বাস্তবতা হলও ভিন্ন। বিশেষজ্ঞরা বললেন এর ফলে পানির তাপমাত্রা বাড়বে এবং অচিরেই বিপর্যয় দেখা দেবে।

ফলে বর্তমানে প্রচলিত ব্যবস্থায় বিপদজনক তেজস্ক্রিয় বর্জ্যকে মোটা ধাতুর পাত্রে ভরে মাটিতে পুঁতে দেয়া হয়। কিন্তু তাতেও পাত্রটি গরম হয়ে গলে যাবে বিধায় বর্জ্য ভরা পাত্রটির বাইরে চারদিক থকে পাইপ দিয়ে জড়িয়ে সর্বদা ঠাণ্ডা পানি চালিয়ে তাপমাত্রা বৃদ্ধি আটকে রাখা হয়। এই কাজ যে বিরাট ব্যয়সাপেক্ষ তা বলাই বাহুল্য।

তাছাড়া বর্জ্য ভরা এই পাত্রগুলো উত্তপ্ত হলে ছোট ছোট পরমাণু বোমার মতো হয়ে দাঁড়ায়। তাই দেখা যায় যেখানে বর্জ্যের পাত্রগুলো ফেলা হয় সেখানে মাঝে মাঝে পারমাণবিক বিস্ফোরণ ঘটতে থাকে। কাজেই অতীব সতর্কতার সাথে বর্জ্য সংরক্ষণের ব্যয়বহুল ব্যবস্থা চালু রাখতে হয়। হাজার বছর ধরে এই ব্যয়বহুল ব্যবস্থা চালু রাখা বাধ্যতামূলক।  

পারমাণবিক বর্জ্যের মধ্যে যা থাকে তার মধ্যে দুটি পদার্থ খুবই বিপদজনক। একটি হলো রেডন গ্যাস যা বাতাসে মিশে যায় এবং সেই বাতাস মানুষ ও অন্যান্য প্রানির শ্বাস- প্রশ্বাসের মাধ্যমে তাদের শরীরে প্রবেশ করে ক্যান্সারের সৃষ্টি করে। অপরটি হলো প্লুটোনিয়াম। প্লুটোনিয়ামের অর্ধজীবন যেহেতু ২৪,৩৬০ বছর, অর্থাৎ এই সময়ে ১ কেজি প্লুটোনিয়মের অর্ধেক বা ৫০০ গ্রাম প্লুটোনিয়াম তার তেজস্ক্রিয়তা হারায়। বাকি থাকা ৫০০ গ্রাম প্লুটোনিয়ামের অর্ধেক ২৫০ গ্রাম প্লুটোনিয়মের তেজস্ক্রিয়তা শেষ হতে আবার লাগবে ২৪,৩৬০ বছর। অবশিষ্ট ২৫০ গ্রামের অর্ধেক ১২৫ গ্রাম প্লুটোনিয়মের তেজস্ক্রিয়তা শেষ হবে আরও ২৪,৩৬০ বছরে। আরও থাকলো ১২৫ গ্রাম এবং লাগবে আরো ২৪,৩৬০ বছর। সে হিসেবে চার বা পাঁচ অর্ধজীবন প্রক্রিয়াটি চালু রাখতে হবে।

আরো পড়ুন:  বাস্তুসংস্থানবিদ্যা-- অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়

একটি পারমাণবিক রিএক্টরে কয়েক টন বর্জ্য প্লুটোনিয়াম উতপাদিত হয়। এখন পাঁচ বছর মেয়াদি একটা সরকার এক লক্ষ বা সোয়া লক্ষ বছরের কয়েক টন পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনার বিপুল দায়ভার কোন অধিকারে বা কোন ক্ষমতাবলে মানবজাতির উপর চাপাবে। পরমাণু বিদ্যুতকেন্দ্র নির্মাণের দায়ভার কোনো মানুষই নিতে পারে না। মানবসহ সমস্ত প্রাণি ও উদ্ভিদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে কোনো বীর পাহলোয়ান, রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, মন্ত্রীপরিষদ, সংসদ কেউই এই পরমাণু বিদ্যুতকেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিতে পারে না।[২]  

কিন্তু সাম্রাজ্যবাদ ও তাদের কমিশনভোগি শ্রেণিটি মুনাফার জন্য শুধু মানুষ কেন যে কোনো প্রাণিকে হত্যা বা বিলুপ্ত করতে পারে।

তথ্যসূত্র ও টিকা

১. ভয়েস ফর জাস্টিস, দৈনিক প্রথম আলো, ০৫-০৭-২০১৩, “রূপপুর পরমাণু প্রকল্প, জেনেশুনে বিপদ ডেকে আনছে কেন বাংলাদেশ?” ইউআরএল: https://www.prothomalo.com/opinion/article/19210/
২. লেখাটির তথ্যসমুহ সোসালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া-এর পুস্তিকা ‘পরমাণু চুক্তি কার স্বার্থে’ পুস্তিকা থেকে নেয়া হয়েছে।

রচনাকাল ২৫ জানুয়ারি ২০১৩, ময়মনসিংহ

Leave a Comment

error: Content is protected !!