দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপের চার-পঞ্চমাংশের বেশি এলাকা স্পেনের অন্তর্ভুক্ত। এই দেশটি ইউরোপ মহাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত উন্নত অর্থনীতির রাষ্ট্র। এই বিশাল দেশটি লোহা, তামা, সীসা, দস্তা, টাংস্টেন, ইউরেনিয়াম ও অন্যান্য আকরিকসমৃদ্ধ। তার পারদ মজুদের পরিমাণ পুজিবাদী বিশ্বের মধ্যে বৃহত্তম। ইউনস্কোরে ঐতিহ্যমণ্ডিত স্থানগুলির সংখ্যা বিবেচনায় ইতালির পরে দ্বিতীয় স্থান স্পেনের। এখানে ঐতিহাসিক নানা স্থাপনা আছে; যার কারণে পর্যটকদের ভ্রমণের তালিকায় এই দেশের নাম থাকে। স্পেন নানা সাংস্কৃতিক ও শিল্পকলাগত ঐতিহ্যপূর্ণ।
কিন্তু অনগ্রসর সমাজব্যবস্থা ও ফাশিস্ট একনায়কত্বের দীর্ঘস্থায়িত্ব দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নকে ব্যাহত করেছে। শুধু এই কয়েক বছর আগে, বিদেশী, বিশেষত মার্কিন পুঁজির অনুপ্রবেশের ফলে তার অর্থনীতিতে ও সর্বোপরি শিল্পে কিছুটা উন্নতির লক্ষণ দেখা দিয়েছে।
স্পেন একটি শিল্প-কৃষিসমৃদ্ধ দেশ। উৎপাদনের একটি স্বতন্ত্র শাখা হিসাবে বিকাশমান এখানকার ইঞ্জিনিয়ারিং, জাহাজনির্মাণ, মোটরগাড়ি, বিমান ও মেশিন টুলস শিল্পের স্থানই অগ্রগণ্য। স্পেন বছরে প্রায় ১ কোটি ১৫ লক্ষ টন ইস্পাত, ১৯০ হাজার টন পর্যন্ত অ্যালুমিনিয়াম ও ৩ হাজার টনের বেশি পারদ উৎপাদন করে। ধাতুশিল্পের একাংশ দেশের চাহিদা পূরণে ব্যবহৃত হয় এবং সে পারদ ও অন্যান্য কয়েকটি ধাতু বিদেশে রপ্তানি করে।
আমদানিকৃত অশোধিত তৈলের ভিত্তিতে তার তৈলশোধন শিল্প বিকশিত হচ্ছে। এর উৎপাদ তৈল-রাসায়নিক শিল্পের বিকাশ ঘটাচ্ছে। দেশে উৎপন্ন বার্ষিক এক কোটি টনের বেশি কয়লা এবং আমদানিকৃত খনিজ জালানি বিদ্যুৎশিল্প ব্যবহার করে থাকে। এখানকার বার্ষিক উৎপন্ন বিদ্যুতের পরিমাণ ৮০০০ কোটি কিলোওয়াট-ঘণ্টার বেশি।
রাজধানী মাদ্রিদ সহ বার্সেলনা, বিলবাও ও অন্যান্য শহরগুলি প্রধান শিল্পকেন্দ্র। বিক্রয় সমস্যার জন্য স্পেনের হালকা শিল্প ও খাদ্যশিল্পে বদ্ধাবস্থা বিরাজিত।
স্পেনের কৃষি অনগ্রসর। সামন্তবাদী সম্পর্কের অস্তিত্ব এবং যন্ত্রীকরণের অনুন্নত অবস্থার জন্যই তার চাষাবাদ ও পশুপালনের উৎপাদনশীলতা বৃদ্ধি পায় নি। এদেশ গমে স্বনির্ভর নয়, কিন্তু উষ্ণতাপ্রিয় ফলের বাগানে সে সমৃদ্ধ। স্পেন প্রচুর পরিমাণে লেবুজাতীয় ফল ও অলিভ তৈল রপ্তানি করে।
১৯৭৫ সালে একনায়ক ফ্রাঙ্কোর মৃত্যুর পর থেকে স্পেনে গুরত্বপূর্ণ রদবদল ঘটেছে: নতুন সংবিধান প্রণীত ও ঘোষিত হয়েছে। কিন্তু সংবিধানের বুনিয়াদ ভেঙ্গে শাসকচক্র স্পেনকে নাটোর আওতায় এনেছে এবং বিশ্বসাম্রাজ্যবাদের কাছে দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে।
তথ্যসূত্রঃ
১. কনস্তানতিন স্পিদচেঙ্কো, অনুবাদ: দ্বিজেন শর্মা: বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক ভূগোল, প্রগতি প্রকাশন, মস্কো, বাংলা অনুবাদ ১৯৮২, পৃ: ২০৩-২০৪।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।