নেদেলিয়া (ইংরেজি: Nedelya) ছিল একটি রুশ উদারনৈতিক-নারোদবাদী রাজনৈতিক ও সাহিত্যিক সংবাদপত্র। নেদেলিয়া সেন্ট পিটার্সবুর্গে ১৮৮৬ থেকে ১৯০১ সালের মধ্যে প্রকাশিত হতো। পত্রিকাটি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের বিরোধিতা করত এবং তথাকথিত গৌণ বিষয়সমূহ সংক্রান্ত তত্ত্ব প্রচার করত। অর্থাৎ এই পত্রিকার সাথে জড়িত ব্যক্তিগণ বৈপ্লবিক সংগ্রাম থেকে বিরত থেকে “সংস্কৃতিবাদে” ব্যাপৃত থাকতে আহ্বান জানাত বুদ্ধিজীবী সম্প্রদায়ের উদ্দেশ্যে।[১]
মূলত লেনিন তার নিবন্ধ ‘যে উত্তরাধিকার আমরা পরিত্যাগ করি’তে এই নেদেলিয়াপন্থিদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তারা মূলত রাশিয়ার লড়াকু প্রগতিশীল গণতান্ত্রিক ধারাটির বিরুদ্ধেই তারা ওকালতি করছে। বরং লেনিন উল্লেখ করেছেন তারা ‘রুশ সমাজের সর্বশ্রেষ্ঠ অংশের শ্রেষ্ঠ ঐতিহ্যগুলির সংগে সম্পর্ক’কে আরো আঁকড়ে ধরে এগিয়েছেন এবং সকল রকমের নারোদবাদী আবর্জনা থেকে রাশিয়াকে মুক্ত করছেন।[২]
তথ্যসূত্র:
০১. ভি. আই. লেনিন; যে উত্তরাধিকার আমরা পরিত্যাগ করি; প্রগতি প্রকাশন, মস্কো; ১৯৮৮ পৃষ্ঠা- ৫৯।
০২. ঐ, পৃষ্ঠা-৫৪।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।