দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশের মধ্যে কৃষি প্রধান দেশ

দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশের প্রত্যন্ত দক্ষিণে অবস্থিত। এটি আয়তনে ১২ লক্ষাধিক বর্গকিলোমিটার ও জনসংখ্যা ৩ কোটি। এটি একটি বৃহৎ পুঁজিবাদী দেশ। দেশের রাজধানী প্রিটোরিয়ার জনসংখ্যা ৬ লক্ষ। প্রাক্তন ব্রিটিশ উপনিবেশের ভিত্তিতে প্রজাতন্ত্রটি গঠিত।

দক্ষিণ আফ্রিকার বুর্জোয়া সরকার দেশে এক ভীতিপ্রদ শাসনব্যবস্থা কায়েম করেছে এবং বৈষম্যবাদী নীতি অনুসরণ করছে। ৪০ লক্ষেরও কম ইউরোপীয় অর্থাৎ ইংরেজ ও আফ্রিকীয় শ্বেতাঙ্গ ঔপনিবেশিকরা সেখানকার প্রায় ১৮ কোটি আফ্রিকীয় ও ২০ লক্ষ এশীয় বংশোদ্ভূত সহ সকল অশ্বেতাঙ্গদের উপর নির্যাতন চালাচ্ছে।

সেখানকার সকল অ-ইউরোপীয়রাই রাজনৈতিক অধিকারবঞ্চিত এবং শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের দ্বারা নির্মমভাবে শোষিত। দক্ষিণ আফ্রিকার প্রতিক্রিয়াশীল শাসকচক্র দ্বারা বেআইনীভাবে দখলকৃত নামিবিয়ার স্থানীয় জনগণও এদের হাতে নির্যাতিত হচ্ছে।

দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র একটি শিল্প-কৃষিপ্রধান দেশ। এর অর্থনীতি শক্তিশালী রাষ্ট্রীয়-একচেটিয়া খাত এবং বিদেশী পুঁজির আওতাধীন। পশ্চিম জার্মানি ও অন্যান্য পুঁজিবাদী দেশের একচেটিয়া পুঁজি ক্রমেই এখানকার অর্থনীতির গভীরে অনুপ্রবিষ্ট হচ্ছে।

নিষ্কাশনলগ্ন ও মানুফ্যাকচারিং শিল্প নিয়ে গঠিত ভারী শিল্পই দক্ষিণ আফ্রিকার অর্থনীতির বনিয়াদ। এর খনিশিল্প পুঁজিবাদী বাজারকে সামরিক গুরুত্বপূর্ণ কাঁচামাল ও উপকরণ সরবরাহ করে। উল্লেখ্য পরিমাণ তামা, টিন, অ্যান্টিমনি ও অন্যান্য আকরিক সহ দক্ষিণ আফ্রিকা বিশ্বে সোনা, ক্রমাইট, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ উত্তোলনে প্রথম স্থান, হীরা সংগ্রহে দ্বিতীয় স্থান এবং ইউরেনিয়াম উৎপাদনে তৃতীয় স্থানের অধিকারী। এর প্রধান অংশই মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিম ইউরোপ ও জাপানে রপ্তানি করা হয়।

নিজস্ব জ্বালানি ও কাঁচামালের ভিত্তিতে দেশের লৌহ ও ইস্পাত শিল্প যার মধ্যে বার্ষিক ইস্পাত উৎপাদন ৭০ লক্ষ টনের বেশি, লৌহেতর ধাতুশিল্প, বিদ্যুৎশিল্প যা বছরে প্রায় ৯৮০০ কোটি কিলোওয়াট-ঘণ্টা ও রাসায়নিক শিল্প বিকশিত হচ্ছে। দেশের পাঁচটি শোধনাগার বছরে আমদানিকৃত ২ কোটি টন অশোধিত তৈল শোধন করে।

ইঞ্জিনিয়রিং, বিশেষত জাহাজনির্মাণ দক্ষিণ আফ্রিকার অগ্রগামী শিল্প এবং তার যুদ্ধাস্ত্র উৎপাদনও বর্ধমান।

আরো পড়ুন:  আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা এ. এন. সি. দক্ষিণ আফ্রিকার বামপন্থী রাজনৈতিক দল

দেশের প্রধান শিল্পকেন্দ্রের মধ্যে বেননি, প্রিংস, জামিস্টোন, প্রিটোরিয়া শহরগুলি দ্বারা বেষ্টিত ১৩ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত যোহান্সবার্গ (ধাতুশিল্প, ইঞ্জিনিয়রিং ও রাসায়নিক শিল্প), কেপটাউন (জাহাজনির্মাণ), ডারবান, পোর্ট এলিজাবেথ ইত্যাদি উল্লেখ্য।

দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র শস্য, আল ও কয়েকটি প্রাণীজ সামগ্রীতে স্বনির্ভর নয় এবং এগুলি আমদানি করা হয়। এসঙ্গে তার পুঁজিবাদী খামারগুলি পশম, ফল ও অন্যান্য কৃষিদ্রব্যাদির উৎপাদন বৃদ্ধি করছে এবং এগুলি পুঁজিবাদী দেশে রপ্তানি করছে। রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাব মোতাবেক আফ্রিকার বর্ণবাদী ও নব্য-উপনিবেশবাদী এই দেশটির সঙ্গে সমাজতান্ত্রিক ও অনেকগুলি উন্নয়নশীল দেশ কোন ব্যবসাসম্পর্ক রাখে না।

তথ্যসূত্রঃ

১. কনস্তানতিন স্পিদচেঙ্কো, অনুবাদ: দ্বিজেন শর্মা: বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক ভূগোল, প্রগতি প্রকাশন, মস্কো, বাংলা অনুবাদ ১৯৮২, পৃ: ২১৬-২১৮।

Leave a Comment

error: Content is protected !!