দুই হাতে স্মৃতি ঢেকে
পুবের সোহাগি সরস আলোকে দেখে
দুরে সরে যায় আঁধারের কংকাল,
এখন আলো এখন শুধু নিয়ন আলোর কাল;
পাল্টে ফেলার পুনর্জন্ম
একটি নবীন দিনের জন্ম,
হঠাৎ কখন আসলো উড়ে আবার পুরোনো রাত
জনতা কুপোকাত
ভালো বলে কোথায় পাবে ওরা
র্দুমূল্যের স্বর্ণমুদ্রা,
পৃথিবীর সব সোনালি ঘরে খাঁটি সোনার আকাল,
বাগানে ফুটেছে গত জনমের সঞ্চিত জঞ্জাল।
আলগা হলে কি দুইটি গাছের শিকড়
যে যার মতো হেঁটে যায় দুইপথে?
বিপরীত পথে দেখা যায় রঙ দৃশ্য
একই পথে কী আমারা পাবো ঝালটক সব রঙ্গমঞ্চের স্বাদ
বাঁধন ছিঁড়ে চলে যাওয়া বুঝি নিছক প্রতিবাদ?
আলোকচিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত আলোকচিত্রটি Mnimmz-এর তোলা আলোকচিত্র। চিত্রটিতে সেনেগালের দুই নারীকে সালোম ডেল্টা জাতীয় উদ্যানের ভেতর দিয়ে হেঁটে শহরে যেতে দেখা যাচ্ছে। চিত্রের উৎস উইকিমিডিয়া কমন্স, CC-BY-SA-4.0.
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।