আলোর কাছাকাছি

খসে যাওয়া তারার মত পা পিছলে পড়ে যে শরীর,
অনেকের নেশা মিটায় প্রতি রাতে,
সেও যেতে চায় আলোর কাছাকাছি ঝলমলে হতে।

আলোর কাছাকাছি যেতে চায় বলে
যে মাঠ আজও সবুজ হয় নি, খটখটে পতিত পড়ে আছে
সেখানেও চাষ হবে বলে কচি পোকার ব্যস্ততা চলে।

দখিন হাওয়ারা এসে নবীন পাতায় কম্পন তোলেনি বলে
যে গাছ বন্ধ্যা হয়ে আছে;—
তারও বুকে প্রজাপতি এসে রঙিন পরাগ ছোঁয়ায় ভালোবেসে।

আলোর কাছাকাছি যেতে চাই বলে
আমরা হাঁটছি পাশাপাশি শেওলা ডাঙ্গার পথে মাইলের পর মাইল,
আর রক্তিম সূর্যটা হাত-পা ছড়িয়ে শুয়ে আছে পৃথিবীর বুকে।

২৩জুলাই, ২০১৪
আকুয়া,জুবিলী কোয়ার্টার,ময়মনসিংহ

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র সূর্যাস্তে বীজবপন (Sower at Sunset)। শিল্পী চিত্রটি আঁকেন জুন ১৮৮৮ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ৪০ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

আরো পড়ুন:  বুকের না নেভা তাপ

Leave a Comment

error: Content is protected !!