আর আমাদের ভালবাসা? — হাসন লাল

(কমরেড এম এ মতিনকে নিবেদিত)

আমি অকবি হাসন লাল
উত্তর দক্ষিণ এখানে সেখানে
স্টেশন টারমিনাল ঘুরে
যার সাথে দেখা হত আমার
সেই এম. এ.  মতিন আমার ভাই অথবা বন্ধু
অভাগা বাংলার প্রতীক
জানতেন
আমাকে আসতেই হবে
আমাদের জীর্ণ জীবনগুলো
একটি কেন্দ্রে আবর্তিত
হতেই হতো
তিনি প্রবলভাবে ঘৃণা করতেন
আমি প্রবলভাবে ঘৃণা করতাম
আমরা প্রবলভাবে ঘৃণা করি
বল ঘৃণা করি
ঘৃণা করি………
কী ঘৃণা করি?
……………………
আর আমাদের ভালবাসা?

আরো পড়ুন:  নিপীড়িত মানুষের সাথে ছিলেন কমরেড এম. এ. মতিন --- শোকসভায় বক্তারা

Leave a Comment

error: Content is protected !!