ব্যর্থতা

আমার ঘরে আজো প্রদীপ জ্বলে
কারো প্রতীক্ষায় নয়, শুধু নিজেকে জ্বালাতে,
আমার শহরের আকাশ বহুরূপী মেঘে সাজে,
ভেজাতে নয়, ঝাউয়ের মতো দুঃখকে ঘন করতে।

আজো তোমার কথা আমার কানে বাজে,
যে কথায় মুছেছিলো আকাশের রং,
মলিন হয়েছিলো বিকেলের রোদ।

সমুদ্রের ধারাবাহিক ঢেউ হয়েছিলো অস্থির,
গভীর থেকে টেনে এনেছিলো ঝড়,
আমার স্বপ্নকে ভাঙতে।

বসন্তের রূপ পাল্টেছিলো আমার ভুবনে,
শীত ঝরা পাতার মতো পড়েছিলো
প্রেমের পাপড়িরা।

২৯ জানুয়ারি, ২০১৫

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র বাগানে মার্গারেট গাসেট ( Marguerite Gachet in her garden)। শিল্পী চিত্রটি আঁকেন জুন ১৮৯০ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ৪৮ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

আরো পড়ুন:  বিভাজন

Leave a Comment

error: Content is protected !!