এক যুগে আমি তোমার দাস
আমাকে কেনাবেচা করেছো
তোমার বেচাকেনার ঘাটে ঘাটে।
আরেক যুগে আমি তোমার দাস
তোমার জমিকে করেছি চাষ
চাবুক পেটানো দেহ নিয়ে।
পরের যুগে আমি তোমার দাস
তোমার কলে আমার ঘামের দাগ
তা দিয়ে কিনেছি বাঁচার সামান্য আশ।
এই যুগে আমি দেখতে চাই স্বপ্ন
আমার শ্রমে গড়া সবার আবাসভূমি
তাই খেটে চলি যৌথ খামার দেখব বলে।
৩০ ডিসেম্বর, ২০১৩
ময়মনসিংহ
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র গমখেতে কৃষক (TWheat Stacks with Reaper)। শিল্পী চিত্রটি আঁকেন জুন ১৮৮৮ সালে।
বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে কবিতাগ্রন্থের ৩৩ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।