(কমরেড এম এ মতিনকে নিবেদিত)
তুমি মুক্তি খুঁজেছিলে অনন্ত খোলা আকাশে
বাতাসে বাতাসে গেয়েছিলে ইন্টারন্যাশনাল—মুক্তির গান।
পুঁজিবাদী লোহার খাঁচায় বন্দি তোমার স্বপ্ন
লুটেরা বুর্জোয়া শিকলে বাঁধা ভাষায়, তুমি—
নাকি ছিলে প্রলেতারিয়েত সন্ত্রাসী! অথচ—
তুমি দেখেছিলে কৃষক নিজের চোখের জলে
নিজ জমিনে দিয়েছে সেচ; শোষণের গনগনে পতিত আগুনে
জ্বলে পুড়ে ছাই হয়েছে শ্রমিকের সংসার।
চোখের ক্যানভাসে তুমি ছবি এঁকেছিলে—
শোষণহীন সর্বহারা সমাজ সভ্যতার।
এখন কেবলি এসব প্রশ্নবোধক চিহ্ন?
এখনও কালো রাজপথে সতীর্থদের রাঙা জ্বলজ্বলে
পোস্টার হাতে, সমুদ্রের সফেন ঢেউয়ের মতোন
শ্লোগানে শ্লোগানে মুখরিত হবে—
“কেউ খাবে তো কেউ খাবে না”
কবিতার শব্দে শব্দে বেজে উঠবে বিপ্লবী সুরের জোয়ার।
শুধু নেই তুমি!
কুয়াশার চাদরে ঢাকা চাঁদের কলস গড়িয়ে নামা জ্যোৎস্নায়—
শিশির ভেজা ঘাসে নিঃশব্দে তোমার—
অভিমানী চলে যাওয়া অন্য কোথাও অন্য কোনোখানে।
শাদা কাফনের ঘরে শুয়ে আছো—
নিরব নিথর কমরেড কবি মতিন।
৪ অক্টোবর, ২০১৩, ময়মনসিংহ।
শুনুন কমরেড এম এ মতিনের কণ্ঠে তারই লেখা কবিতা
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।