পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি কাব্যগ্রন্থের সূচিপত্র

অনুপ সাদি রচিত পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি (ইংরেজি: The world politics and your descendants) হচ্ছে একটি কাব্যগ্রন্থ। গ্রন্থটি নভেম্বর ২০০৪ সালে প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে। গ্রন্থটির ই-বই সংস্করণ প্রথম প্রকাশিত হয় আগস্ট, ২০১৩ সালে। প্রচ্ছদ করা হয়েছিল ভিনসেন্ট ভ্যান গঘের চিত্র অবলম্বনে এবং প্রচ্ছদ করেছিলেন শেফা এবং কম্পোজ করেছিলেন দবিরুল ইসলাম। ই-বই পৃষ্ঠাসজ্জা করেছিলেন অনুপ সাদি। এই গ্রন্থে মোট কবিতা ছিল ৬১টি। বইটি উৎসর্গ করা হয় কবিতাপ্রেমিক জনগণকে।

সংগ্রাম, স্বাধীনতা, রাজনীতি ও জনগণের দৈনন্দিনতাকে নিয়ে লেখা এই গ্রন্থটি জনগণের জীবনের এক বিশাল ক্যানভাস।  রোদ্দুরে ডট কম কবি অনুপ সাদির কাব্যগ্রন্থ পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতিকে অনলাইনে সহজলভ্য করে দিয়েছে। নিম্নে কবিতা গ্রন্থটির সূচিপত্র প্রদান করা হলো। আপনারা কবিতার শিরোনামে ক্লিক করে কবিতাগুলো পড়তে পারবেন।

০১. দেশ বিচিত্রা

০২. মুক্তি গেরিলা

০৩. ওইতিহাসিক স্বপ্নপ্রাণ

০৪. সমসাময়িক নিষ্ঠা

০৫. ব্যর্থ স্বদেশঃ রক্তের মতো স্বপ্নের মৃত্যু

০৬. স্বাপ্নিকের অভিনয়

০৭. পরিত্যাগ সম্পর্কে

০৮. আসছে আসছে অপরিচিতার ঝড়

০৯. চিরন্তন প্রত্যাখ্যানের আগমনি গান

১০. পরাজিত জীবনের চিহ্ন-বলিরেখা

১১. পথভ্রষ্ট হারকিউলিস

১২. প্রজাপতি জ্বালায় পোড়ায় নিজে পোড়ে না

১৩. আমাদের সমসাময়িক ঘরোয়া পরিবেশ ও সামাজিক প্রত্যাশা

১৪. সভ্যতায় বাঙলাদেশ, ২০০১

১৫. পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি

১৬. আহ কী চমতকার!

১৭. সে ছিল আমার সন্ধ্যাচারিনী

১৮. প্রেমের পরাজয়, ক্ষমতা ও দম্ভের কাছে

১৯. রক্তস্রোত রক্তজবা

২০. অমেরুদন্ডি তাত্ত্বিক

২১. শিরোনামহীন আগ্রাসন

২২. একদিন মার্কেটে কিছুক্ষণ

২৩. সহকর্মিদের প্রতি

২৪. বাঁচবার প্রয়োজন

২৫. শতবর্ষি দুর্ভিক্ষ

২৬. নাবিকের আধুনিক বিতৃষ্ণার ব্যবচ্ছেদ

২৭. ঘৃণার গান, এক টুকরো

২৮. গন্ধরাজের গন্ধে ভরা ঘর নেই

২৯. প্রকৃতির গান, হেমন্তের দুপুরে

৩০. আমি মৃত্যুকুপে, তুমি জোস্নাস্নাত

৩১. ছিঁড়ে যাওয়া ভ্রুণ এবং দাসি প্রিয়তমা

আরো পড়ুন:  স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে কাব্যগ্রন্থের ভূমিকা ও সূচিপত্র

৩২. হাওয়ায় ওড়ে দশদিক

৩৩. দুঠোঁটে ক্লান্তির বিষন্ন কাজলরেখা

৩৪. পুরাতন পুরুষ

৩৫. কিল্লার মোড়ে চিল্লা মারে হায়েনা শয়তান

৩৬. হে উপমানব, সুপথে এসো

৩৭. কিছুটা স্বাধীনতা কিছুটা রোমাঞ্চ

৩৮. পৃথিবীর কামরায়

৩৯. প্রথম দিনের উড্ডয়ন

৪০. একুশের গান

৪১. তুমি আমাদের জীবনের অংশ

৪২. একদিন তোলপাড় বর্ষার বৃষ্টির ফোঁটায়

৪৩. গতিশীল কালের জননী

৪৪. পৌরাণিক প্রেম

৪৫. প্রশ্নহীন পোড়াবৃক্ষ

৪৬. ঘেউ ঘেউ স্বপ্ন অথবা উজবুক

৪৭. তৃতীয় পক্ষের গমনাগমন

৪৮. মৃত্যু এসে নিয়ে যাক শৃঙ্খলিত প্রাণ

৪৯. বিশ শতকের দ্বিতীয়ার্ধের জীবনযাপনে জটলা

৫০. অনন্যা

৫১. সভ্যতায় পৃথিবী, ২০০৩

৫২. যুদ্ধবিরোধী কবিতা, ইরাক ২০০৩

৫৩. পিতা-পুত্র

৫৪. তুমি শোনাও সভ্যতার ডাক

৫৫. ফি বাৎসরিক ভুল ফল অথবা গণ্ডার

৫৬. সেদিনের সন্ধেটা

৫৭. তোমার ছন্দে, জীবনানন্দে

৫৮. ইত্যাদি

৫৯. সৌন্দর্য বিষয়ক কথা ও শত্রুরা

৬০. চুম্বন ও স্বাধীনতা

৬১. বাঁশিঅলা

Leave a Comment

error: Content is protected !!