ইচ্ছেদের চাষাবাদ করব বলে যুগল পথ চলা

শহরের রাস্তাটা খুঁড়ছে, তা দেখতে দেখতে

স্টেশনের যাচ্ছি তুমি আসবে জেনে।

আমার কাছে আজকের দিনটি প্রত্যাশিত,

মনের নানা খাল-খন্দর ভরাট করতে আমরা পাশাপাশি বসব,

হকারের গুছানো ঝুড়ি, নানা কিছিমের ভিখারি,

যাত্রীর আসা যাওয়া, মাছিদের উন্মুক্ত পাখা;

 

মালপত্র রেখে যখন বেসুরও বাঁশির শব্দে

একে একে প্রতিটি বগি স্থান ত্যাগ করছিল প্লাটফরমের

ঠিক তখনো তুমি আমার পাশেই বসে।

 

তোমার এলোমেলো ঝাঁকড়া চুলে ঢাকা মগজে ভেতরে যে-

চিন্তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের গুছাব বলে আমি এসেছি;

বছরের পর বছর টালি খাতায় বন্দি কাজেরা আজ অক্সিজেন নেবে,

বহুতলা ভবনে আটকে থাকা তোমার সুরেরা-

এখন থেকে জনপদে হাঁটবে,

তোমার নিপুণ পেশীর দেহকে নিয়ে যাব রক্তিম প্রান্তরে,

সেখানে আমাদের যুগল হাতেরা বপন করবে কাঙ্ক্ষিত দিনের বীজ।

০১.০৩.২০১৩

চালাবন, দক্ষিণখান, উত্তরা, ঢাকা

বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া। আলোকচিত্রীর নাম: ভ্যান গখ

আরো পড়ুন:  প্রশ্ন

Leave a Comment

error: Content is protected !!