ব্যর্থ স্বদেশঃ রক্তের মতো স্বপ্নের মৃত্যু

মৃত্যুর দেশে স্বপ্নের রঙ মৃত্যুর মতো,

নীল সবুজের দেশে স্বপ্নকে দেখায় সবুজাভ নীলিমায় অপরূপা;

তোমরা কি জানো

বাঙলার বুকে

স্বপ্ন কেন জমাট রক্তের মতো ঘন অন্ধকার?

 

এইখানে বহমান

পদ্মা-মেঘনা-ব্রহ্মপুত্রের

হাজারো সন্তানের রক্ত ও ঘাম,

এইখানে চোখের কাজলে কামনাবিন্দুর বদলে

বীভৎস শ্বাপদের পাখা

ক্ষুধার্ত শকুনের মতো ক্ষুধার্ত।

 

চুপ কর

টোডের জন্য রয়েছে বিডিশি নেশা

 

বাঙলার সন্তানেরা

লাফায় ঝাঁপায়, সূর্য বারবার নিভে যায়,

ফাঁসি হয় চাঁদের আলোর,

ধ্বংসস্তুপের নিচে জাতির হাড়গোড়,

ঘনীভূত আগ্রাসি আগ্নেয়গিরি

দাসত্বকে বিস্তৃত করে,

জ্বলন্ত লাভার নিচে সব শিলীভূত হয়;—

ছাই চুলা স্বর্গের পিরামিড স্বেচ্ছাসেবক দাঁতের মাজন শব সব কিছু।

 

হাহাকার হা…হাকার হা…..হা………হাহ………….হাহাহ…………

ধ্বংসের মতো

হা……হা………..হা………. হো………….হো…………হো……….। 

 

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি পল গঁগাঁর (১৮৪৮-১৯০৩) আঁকা চিত্র ‘মৃত্যুর আত্মা দেখছে(The Spirit of the Dead Keeps Watch)। শিল্পী চিত্রটি আঁকেন ১৮৯২ সালে। ছবিটি কিছুটা ছেঁটে ফেলা হয়েছে এবং প্রস্থের অনুপাত সামান্য কমানো হয়েছে।

আরো পড়ুন:  মানব জমিন

Leave a Comment

error: Content is protected !!