বাতাসে আগুনের ফুলকি ছড়াতে ছড়াতে
নির্ভীক যোদ্ধার মতো এগিয়ে চলে সভ্যতা,
ইমারতের বন্দি ঘামকে আরেক বার জাগাতে,
ভীষণ তোড়জোড় চলছে মৌমাছির।
শহরের ব্যস্ত রাস্তার কোলাহল যখন চলে যায় ঘরে,
ক্লান্ত সিগন্যালগুলো তখন চায় প্রিয় পরশ কিছুক্ষণ,
আঁধার বাতি জ্বালিয়ে ধীরে ধীরে ভারি হতে থাকে,
আগুনের ফুলকি আসে, আরেক বার ঘামকে জাগাতে।
কৌশলে রাত শেষে জ্বলন্ত জোনাকি নিভে যাবার পরে
রোদ কণা একটু একটু করে মিশতে থাকে ধুলির সাথে,
হাজার হাজার যোদ্ধা আবহমানগীতের মত ছড়াতে থাকে,
পৃথিবীকে আহ্বান জানিয়ে সাজিয়ে তুলতে।
পৃথিবী প্রাণ মিলাতে চায় দিগন্তের সাথে,
অহমকে ভেঙে লড়তে চায় ইতিহাসের পথে,
গড়তে চায় এক প্রাণবন্ত সভ্যতা
তাই আজ সান দিচ্ছি নিজেদের কাস্তেতে।
০৪ সেটেম্বর, ২০১৩
ময়মনসিংহ
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র পিচ গাছে ফুল ফুটেছে (Peach Trees in Blossom)। শিল্পী চিত্রটি আঁকেন এপ্রিল ১৮৮৯ সালে।
বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে কবিতাগ্রন্থের ২১ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।