এক অনাত্মীয় নগরবাসী গান

হেমন্তের রাত আজকাল বড্ড নিষ্ঠুর আর একাকিত্তে চলে যায়
অনাত্মীয় দিন যেমন ভবঘুরে হয়ে ছুটে,
আমরাও ঝাউয়ের শাখার মতো কুটিল নাগরিক জীবন থেকে
কিছু পেতে চাই।

ছাদে টবের মরিচ গাছের পাতার ফাঁক দিয়ে শিরশির হাওয়া
আবর্জনা মঞ্চের পাশ দিয়ে লাউ পটলের হকারের হাঁক
মন্থর ঘণ্টা বাজানো বালকের খেলার মাঠ
আমাদের মনে করায় সাঁওতাল পাড়ার উদ্দাম।

হঠাৎ মহুয়ামাখা বাতাস এলো আমাদের শহরে
তোর আবছা মুখ আঘাতের মতো ফিরে এলো
আবুঝ দুঃখ আর স্মৃতিরা কাদা হয়ে হৃদগ্রামফোনে বাজে
আর বাহিরে হিংস্র কুকুরের ডাকে।

এরপরেও তোর জন্য ঠোঁটের উষ্ণতারা এখনও চঞ্চল
তুই বলেলই ডর ভুলে ছুটবে,
শুধু বলিস না হিসেব কষতে!
কি দিলি আর কি পেলি?

১৯/১১/২০১৯
দক্ষিণখান, ঢাকা

আরো পড়ুন:  পালিশ

Leave a Comment

error: Content is protected !!