লালা টুকটুকে টগর যেদিন প্রথম কলোনির বাসায় এলো-
সেদিন থেকেই আমার হাতেখড়ি হলো চারা লাগানোর,
ঘুঘু পাখিকে আলত হাতে মুক্ত করার আনন্দ
আমাকে শেখায় সম্পর্কের যত্ন নিতে।
এক দশক হলও তোমার আঙুল ছেড়ে আমার পথ চলার,
তাই এখন ঘরে ফেরার জন্য আমার মন টানে না,
ঘুরে ঘুরে যতটা পথ দেখিয়েছো তুমি-
তাকে আরো বাড়িয়েছি।
এই এক দশকে কতো পরিবর্তন দেখলাম তোমাকে ছাড়া;
পৃথিবীর প্রাচীনতম নগরীর পতন হলও,
কত লোক সুখের আশায় দেশান্তরী হলও,
নতুন সমাজ গড়ার স্বপ্ন নিয়ে কতো তরুন পথে নামল।
আমি নিজের স্বপ্নকে হিমালয়ের উচ্চতায় নিয়ে গিয়েছি,
ঘন অন্ধকারে আলো খোঁজার জন্য নিজের দৃষ্টির এঁটেছি,
তোমার জন্য যে ভালোবাসা আছে আমার মনে
এখন তাকে রংধনু বানিয়েছি, বাবা।
বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া। আলোকচিত্রীর নাম: ভ্যান গখ
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।