আউশ ক্ষেতে যে শরীর মিশে থাকে চৈত্র মাসে
একটু আদর পেলে তার হাসি উঁকি মারে কচি ধানে,
সেই শিসের দোলায় কৃষকের স্বপ্ন দোলে।
যার ঘামে ক্ষয়ে ক্ষয়ে সভ্যতা গড়ে উঠে
তাঁর রক্ত কণিকায় আগুন জ্বলে গনগনিয়ে,
সেই টুপ টুপ ঘামে কণা কণা স্বপ্ন মিশে আছে।
গভীর রাতের পেটে যে কলি যুদ্ধ করে
তার চোখে স্বপ্ন আছে গোপন প্রেমের
সেও একদিন ফুল হয়ে সুবাসে ভাসাবে।
২৩ ডিসেম্বর, ২০১৩
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র প্রভেন্সে খামারবাড়ি (Farmhouse in Provence)। শিল্পী চিত্রটি আঁকেন ১৮৮৮ সালে।
বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে কবিতাগ্রন্থের ৩২ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।