শুভ বিদায়

আবার দেখা,

হারানোর বহুদিন পরে; আবার অন্য এক স্থানে,

— বহুদিন খুঁজেছি, পাইনি।

— পাবে কীভাবে? সেই যে ট্রেন থেকে নেমে গেলে? ট্রেনগুলোয় অল্পক্ষণের জন্যই আলাপ হয়। আমিও নেমেছিলাম, তবে বহুদূর এসে। আমি ছিলাম কিছুক্ষণের তেমনি অন্য এক ট্রেনের যাত্রী। স্টেশন ছেড়ে চলে এসেছি। আবার অন্য কোনো ট্রেনে অন্য কোনো দিন আলাপ হবে।

— তোমার পায়ে চাকা গজিয়েছে, ভালো থেক।

 

বিশেষ দ্রষ্টব্য: কবিতায় ব্যবহৃত চিত্রটি নভেম্বর ১৮৮৮ তে আঁকা ভিনসেন্ট ভ্যান গগের চিত্র ‘এলিসক্যাম্প’  শিরোনামের যা মূলত ‘ঝরা পাতা’ সিরিজের অন্তর্ভুক্ত।

আরো পড়ুন:  সদাগরি অফিস

Leave a Comment

error: Content is protected !!