হারিয়ে যাওয়া অনেক কিছুর মাঝে তুমি আছো,
তোমার হারানো বুকে উড়ছে এখন হলদে রং ধোঁয়া,
চোরাবালিতে হারিয়ে যেতে যেতে আমি খুঁজছি প্রিয় হাত
যদি যেতে পারি এক সাথে কপাট খুলে চাঁদের হাট।
তোমার ভালোবাসার ভূমিতে এখন বিষাদের ফলন
জনস্রোত হয়ে ভিড় জমেছে শুকনো দুঃখের মড়মড়ে পাতা,
কোথা পাই বলো এক টুকরো আগুন?
যা জ্বালিয়ে দিয়ে তোমায় নামাবে সবার সমতলে।
আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে দেখছি এই ভূমি,
এখানে হারিয়েছে অসংখ্য শিল্পী লাল তুলি নিয়ে,
তুমিও হারিয়েছ খসে পড়া তারার হয়ে
তারপরও এই আকালে ফিরে পাওয়ার আশা জাগে হৃদয়ে।
একেক তুলি দিতে পারে জীবন্ত রূপ, ছুঁতে পারে কল্পনা
মরে যাওয়া প্রাণে ঢালে সুধা যদি দিতে পারি প্রেম,
নিরবে মরে মরে যে আঁকে কচুরিপানার ছবি
সেও হতে পারে রক্তরাঙা আগামি দিনের শিল্পী।
হারিয়ে যাওয়া সব নাইবা আসুক,
শুধু যেন আসে সেই রং তুলি
যার স্পর্শে নিভন্ত প্রদীপ জ্বলে উঠে।
২১ অক্টোবর, ২০১৩
ময়মনসিংহ
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র ফুল গাছের সাথে আর্লেসের দৃশ্য ( Bloeiende Boomgaarden, gezicht op Arles)। শিল্পী চিত্রটি আঁকেন মার্চ ১৮৮৯ সালে।
বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে কবিতাগ্রন্থের ২৯ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।