কালবেলা

যুবকেরা গেছে উৎসবে
যুবতীরা গেছে ভোজসভায়
অরণ্য গেছে বনানীর খোঁজে
গরীব জুটেছে শোকসভায়।

গয়নারা গেছে নীরব লকারে
বন্যপ্রাণীরা অভয়ারণ্যে
বিমান উড়েছে আকাশের খোঁজে
গরীবরা শুধু হচ্ছে হন্যে।

পুরুষেরা গেছে নিভৃত মিনারে
গর্ভবতীরা প্রসূতিসদনে
কুমিরেরা গেছে নদীর কিনারে
গরীব জমছে নানা কোণে কোণে।

বিপ্লব গেছে নেতাদের খোঁজে
যুবকেরা গেছে উৎসবে
যুবতীরা গেছে বিশিষ্ট ভোজে
গরিবের হায় কী হবে?

বিশেষ দ্রষ্টব্য: নবারুণ ভট্টাচার্যের কাব্যগ্রন্থ ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না’ ৫৯ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে।

আরো পড়ুন:  একটি কবিতার জন্যে

Leave a Comment

error: Content is protected !!