কী এমন ক্ষতি হতো — জাকির মুস্তাফিজ মিলু

(কমরেড এম এ মতিনকে নিবেদিত)

কী এমন ক্ষতি হতো একটু
দেরি করে গেলে!

না হয় যেতে কমরেড একবার
আড্ডায় ব্রক্ষ্মপুত্রের ধারে
আর একবার শুধু চা খাওয়া, খুনসুটি
অতীত দিনের মজার কথায় যৌথ অট্টহাসি।

শুধু একবার কমরেড তোমার ঠোঁটের স্পর্শ
পাওয়া বিড়িটার টান আমার ঠোঁটে
তাকে এনে আমার বুকে রাখতাম
তারপর চলে গেলে নিঃশ্বাসের সাথে
কী আর এমন দোষ দিতাম!!!

আরো পড়ুন:  মতিন ভাই ও একটি সন্ধ্যা

Leave a Comment

error: Content is protected !!