কবিতা জানাতে চায়

কবিতা নিরবে পাড়ি দেয় এক যুগ থেকে অন্য যুগে,
সে ছবি আঁকে, সিন্দুকে বন্দি থাকা ইতিহাসের কষ্ট নিয়ে,
সে প্রশ্ন করে,প্রতিবাদ জানায় সময়ের দাবি তুলে ধরে।

একটি কবিতা জানাতে চায় কৃষকের ন্যায্য পাওনার ভাষা,
সভ্যতা গড়ে যে শ্রমিক তার কতটুকু মজুরি?
উত্তপ্ত পথকে জুতা আর প্রখর তাপকে ছাতা বানায় যে বৃদ্ধ শ্রমিক;—
পুঁজির বোঝা ঠেলে ঠেলে প্রশ্ন ওঠে,
তাঁদের পাওনার শোধ কতোটা এগোলো?

পথের ফুল জানতে চায় পুঁজির লালসা কেন এতো বেশি
কেন শ্রমিকের শত্রু আর কবিতার শত্রুরা এক হয়ে যায়,
কিছু তরুণ তাই
তাকিয়েছে পুঁজির ভাণ্ডার উৎখাত করবার দিকে।

৩০ মার্চ, ২০১৪
আকুয়া, ময়মনসিংহ

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র সেন্ট রেমির ভূদৃশ্য (Enclosed Wheat Field with Peasant / Landscape at Saint-Rémy)। শিল্পী চিত্রটি আঁকেন অক্টোবর ১৮৮৯ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ৩৭ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো

আরো পড়ুন:  কবিতার জন্ম

Leave a Comment

error: Content is protected !!