কবিতার জন্ম

আমার কবিতা ক্ষেতের ধান কাটে
তার গায়ে থাকে লুঙ্গি আর মাথায় মাথাল,
আমার কবিতা কাঁধে ভার বহন করে
নগ্ন পায়ে হাটে বহুদূর,
আমার কবিতা লেদ মেশিনে কাজ করে
ঘাম ঝরিয়ে চাকার গতি বাড়ায়,
আমার কবিতা কারখানায় উৎপাদন করে
হাতে থাকে কালো কালির দাগ,
আমার কবিতা কুমারের কোমল হাত
তৈরি করে স্বপ্নের আলপনা,
আমার কবিতা কামারের সাথে থাকে
আগুনের ফুলকির মতো সেও জ্বলে ওঠে,
আমার কবিতা আমি অন্ধকারে জন্ম দেই
যাতে সে আলো হয়ে বেরিয়ে আসতে পারে।

৬ আগস্ট, ২০১৭
হুগলীপাড়া, পার্বতীপুর

চিত্রের ইতিহাস: কবিতার জন্ম কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র গমখেতে কৃষক (Wheat Stacks with Reaper)। শিল্পী চিত্রটি আঁকেন জুন ১৮৮৮ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ৬৪ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

আরো পড়ুন:  আবারো স্বাগত তোমায় রঙিন মিছিলে

Leave a Comment

error: Content is protected !!