শহর জুড়ে আজ লোড শেডিং

শহর জুড়ে আজ লোড শেডিং

তাই অন্ধকার ঘরে ইন্টারনেটের কাটাকাটি ছেড়ে-

আলো করে রেখেছে হেমাঙ্গের গানে।

আমাদের দুজনের রয়েছে শহুরে জীবন

তাই অবসর মেলেনা,

কিন্তু আজ আমরা একান্তই নিজেদের

বুকের স্পন্দনে ছিলাম অনেকক্ষণ,

মান্দারিন হাঁসের মতো রূপ ছড়ানোর অনুভুতি

আমাদের ঘিরে রেখেছিলো চারপাশ,

আমরা যেন গভীর থেকে গভীরে গিয়েছিলাম

যেমন অন্ধকার চিরে ফেলা এক শিখার মতো।

এমনি করে যেন মাঝে মাঝে নেমে আসে লোডশেডিং

প্রেমিক-প্রেমিকারা যেনো পায় স্পন্দন,

আর সঞ্চিত শক্তিরা যেনো তেজী হয়ে ধেয়ে আসে

অন্ধকার জুড়ে থাকা হেমাঙ্গের গান রূপে।

১.০৩.২০১৭

বুদ্ধনগর, নেপাল

আরো পড়ুন:  রেশম দিনের অপেক্ষায়

Leave a Comment

error: Content is protected !!