নিরালা দুপুরে একদিন টুপ টুপ বৃষ্টি ঝরবে
সেদিন তোমায় নিয়ে হারিয়ে যাব স্মৃতি জড়িত পথে,
যেখানে পথের ধুলো জড়িয়ে রাখে অজানা ধ্বনি
মৃদু হাওয়ায় আমিও রাখব তোমায় হৃদমাঝারে।
পথ ধরে আমরা হেঁটে যাব সবুজ ভূমির খাঁজে,
নীড়হীন পাখির মতন দিশেহারা যখন হবো আমরা,
তখন হঠাৎ শীতল হাওয়ায় আসবে দুলে
শ্বেতদ্রোণের ঘ্রাণ।
ঘাসফড়িং দল বেঁধে খেলবে ঘাসের ছোঁয়ায়,
ইচ্ছে মত মধু আহরণ করবে মৌমাছি,
সীমাহীন আনন্দে খেলা করবে ব্যাঙাচি ছানা।
এমনই এক মাঠে থাকবে না সুরের ব্যাপারি,
থাকবে না হাটবাজারি, থাকবে না শিকারি,
থাকবে না যাদুকরী পসরা সাজিয়ে,
থাকবে তাঁতি নিখুঁত তাঁত বুনতে,
আপন মনে তার সাথে আমরা বাঁধব জীবনের সুর
আমাদের স্বপ্নগুলো খাঁচাহীন পাখি হয়ে উড়বে আকাশে।
এমনি এক নিরালা দুপুরে টুপ টুপ বৃষ্টিতে
আমরা যাব সবুজ ভূমির বুকে।
২ জুলাই, ২০১৩
আকুয়া, জুবিলী কোয়ার্টার, ময়মনসিংহ
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র সবুজ শস্য ( Landscape with Green Corn, Green Wheat Field with Cypress)। শিল্পী চিত্রটি আঁকেন জুন ১৮৮৯ সালে।
বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে কবিতাগ্রন্থের ১৯ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।