অরণ্যের মিছিল

রাত নিদ্রালু শরীর এলিয়েছে পাহাড়ের অরণ্যের ঢালে
ঐখানে জোনাকি, পেঁচা আর বাদুড়ের মিলন মেলা,
এই অশান্তিতে শুধু তাদের মাঝে অস্ত্র আর যুদ্ধ নেই,
গভীর রাতে শুধু শান্তির বার্তা নিয়ে ঝিঁ ঝিঁরা জেগে থাকে।

ঐ ধূসর গভীরে মুখ ডুবিয়ে থাকে নিশাচরের কান্না,
অনন্ত পথ চলে বিশ্রাম নেবার জন্য থমকায় হাওয়া,
সুরের ঢেউয়ে নিজেকে আবার সাজায় বাঁশপাতা,
মোহ ভেঙে লাঙলের ফলা দিয়ে চাষিয়ে নেয় অরণ্য নিজ বুক।

পাহাড়ি ঝরনা হয়ে যে লাল মিছিল এখানে দানা বাঁধে,
প্রেমের কোমলতা ছেড়ে একদিন পরিচিত পথে নেমে
খণ্ড খণ্ড স্বপ্নদের নিয়ে সমুদ্রের ঢেউয়ের মতো
আছড়ে পড়বে তারা দশ দিকে।

৯ অক্টোবর, ২০১৪
ময়মনসিংহ

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র সন্ধ্যার ভূদৃশ্য (Evening landscape / Landscape at Dusk)। শিল্পী চিত্রটি আঁকেন এপ্রিল ১৮৮৫ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ৪৬ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

আরো পড়ুন:  নিরালা দুপুর

Leave a Comment

error: Content is protected !!