হাজার হাজার মানুষ ভেসে যাচ্ছে ব্যস্ত কংক্রিটের নির্মাণে
রক্তাক্ত শব্দ দিয়ে আমরা ক’জন গড়ছি কুঁড়েঘর,
রাস্তার পাশের উষ্ণ পেয়ালা প্রতিদিন ছুঁয়ে যায় যে ঠোঁট
চুমুকে চুমুকে সেই ঠোঁটে ফুটে চলছে মুক্তির ফুলগুলো।
বিধস্ত নগরীতে খারাপ সময় একা আসেনি
নিয়ে এসেছে সঙ্গে পাঁজর ভাঙা আইন,
তিক্ততা নিয়ে আমাদের বেঁচে থাকার স্বাদ হয়ে গেছে
সীমান্তে চাষ করা ছাঁচি লাউয়ের মত।
শিস দিয়ে যে বালক পথকে ডেকে তোলে
তার ইঙ্গিত পেয়ালায় নেশার ফোয়ারায় ভরিয়ে দেয়,
খাপ ছাড়া চিন্তা ভুল থেকে শেখা জ্ঞানটুকুকে ভাসিয়ে
ধীরে ধীরে নিয়ে যায় আমাদের গভীর মনোযোগের প্রান্তে।
৬ অক্টোবর, ২০১৩
ময়মনসিংহ
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র প্যারিসের শহরতলিতে (On the outskirts of Paris, near Montmartre)। শিল্পী চিত্রটি আঁকেন মার্চ ১৮৮৭ সালে।
বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে কবিতাগ্রন্থের ২৫ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।