চেইন টেনে সবুজ আলো জ্বালিয়ে
প্লাটফর্ম খালি করে-
রাতের শেষ ট্রেনে বাড়ি ফেরা।
বোতল টোকানো ছেলে, বোঝা টানা ছেলে,
ফেরিওয়ালার ঝুড়ির দেশি-বিদেশি পণ্য,
কাঁধে টাঙ্গানো মনোহারী আয়না-চিরুনির পশরা,
কুলির উচ্চ কণ্ঠ, বাদামের খোসা, আইসক্রিমের কাঠি,
মাইকের সংকেত, গতিশীল পা,
চব্বিশ ঘণ্টার খবরের কাগজ;
এসবকে ছেড়ে বাড়ি ফেরা।
১৯/০২/২০১৯
চালাবন, দক্ষিণখান, উত্তরা, ঢাকা
বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া। আলোকচিত্রীর নাম: Anup Sadi
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।