পরখ করে দেখো আমিও ইতিহাসের অংশ

তোমার শরীর পুরোপুরি আঁধারে ডুবে যাবার আগেই
আসো অতীতের ক্ষতগুলো পরীক্ষা করে দেখি,
যেখানে আছে পৌরানিক এক রঙ্গশালা,
যার দেয়াল খচিত আছে ওড়িশি শিল্পীর তাল,
নূপুরে ঝংকার, আর আছে লাল নীল দাগে,
সব মিলে সত্যি অসাধারন কিছু পান্ডুলিপির খেলা ছড়িয়ে আছে
সেখানে আত্মার ছড়াছড়ি, শরীরকে খুজে পাওয়া যায় না,
আদর করতে চায় মন কিন্তু আঙুলে ছুঁয়ে দেখা যায় না,
ভালোবাসার হাতগুলোকে এখন আধুনিক সভ্যতায় উঠে আনলে
শোভা পাবে ড্রয়ংরুমে বনসাই মতো,
এবার সিদ্ধান্ত তোমার কোন পথে যাবে তুমি?

০৪.০৯.২০২২
সারদাঘোষ রোড, ময়মনসিংহ

আরো পড়ুন:  আবারো স্বাগত তোমায় রঙিন মিছিলে

Leave a Comment

error: Content is protected !!