তোমার শরীর পুরোপুরি আঁধারে ডুবে যাবার আগেই
আসো অতীতের ক্ষতগুলো পরীক্ষা করে দেখি,
যেখানে আছে পৌরানিক এক রঙ্গশালা,
যার দেয়াল খচিত আছে ওড়িশি শিল্পীর তাল,
নূপুরে ঝংকার, আর আছে লাল নীল দাগে,
সব মিলে সত্যি অসাধারন কিছু পান্ডুলিপির খেলা ছড়িয়ে আছে
সেখানে আত্মার ছড়াছড়ি, শরীরকে খুজে পাওয়া যায় না,
আদর করতে চায় মন কিন্তু আঙুলে ছুঁয়ে দেখা যায় না,
ভালোবাসার হাতগুলোকে এখন আধুনিক সভ্যতায় উঠে আনলে
শোভা পাবে ড্রয়ংরুমে বনসাই মতো,
এবার সিদ্ধান্ত তোমার কোন পথে যাবে তুমি?
০৪.০৯.২০২২
সারদাঘোষ রোড, ময়মনসিংহ
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।