একটু অমনোযোগী হলেই
পায়ের কাছে এসে জট বাঁধে রেখা,
নির্ধারণ করে দেয় নিজের গতি।
একটু অমনোযোগী হলেই
উঠোন ভরে যায় প্রাণহীন শুকনো পাতায়,
বাগান জমে উঠে আগাছায়।
একটু অমনোযোগী হলেই
হাঁড়িতে জমে থাকে ভাতের মাড়,
এলোমেলো পড়ে থাকে পানির বোতল।
একটু অমনোযোগী হলেই
ছড়িয়ে থাকে টেবিলে বই কলম,
জমতে থাকে যত্রতত্র ধূলাবালি।
একটু অমনোযোগী হলেই
মনে জাগে উদাসীন ভাব,
ছুটে চলে কল্পনা দিগন্তের এদিক সেদিক।
একটু অমনোযোগী হলেই
হয়ে পড়ি দায়িত্বহীন,
জীবনের পটে পড়ে হিজিবিজি রেখা।
একটু অমনোযোগী হলেই
মগজে মরচে ধরে যায়,
শত ঘষেও ওঠেনা দাগ।
অমনোযোগে মরুর মতো শূন্যতা
হৃদয়ে এসে জমা হয়,
যাকে বলি আমরা ‘মরণ’।
২৯ সেপ্টেম্বর, ২০১৪
ময়মনসিংহ
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র আর্লেতে কারেল রেস্টুরেন্ট (The Restaurant Carrel in Arles)। শিল্পী চিত্রটি আঁকেন আগস্ট ১৮৮৮ সালে।
বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে কবিতাগ্রন্থের ৪৫ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।