আমি এক মুহুর্তের জন্য থেমে গিয়েছিলাম
যখন তোমার হাত আমার আঙ্গুলগুলোকে ছুঁয়েছিল,
তখন আমার কণিকারা ভাবছিল তাদের প্রবাহ পথ নিয়ে,
কানের পাশের হাওয়ারা কিছুটা উদগ্রীব হয়েছিল—
কোন সুর বাঁধবে তাদের তিন তারে।
আমার ছায়ারা ঘুরে বেড়ায় তোমার পিছু পিছু-
ঘর থেকে বের করবে বলে,
এলোমেলো যুগল চিন্তাকে এক্ত্র করে –
আমরা একটি পথ বানাবো জনসমারহের জন্য।
১২.৩.২০১৯
উত্তরা, দক্ষিণখান, ঢাকা
বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া। আলোকচিত্রীর নাম: Nevit
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।
রবীন্দ্র-গল্প পড়ছিলাম। পড়া থেকে কী একটা খুঁজতে গিয়ে, এক রকম হঠাৎ করেই এ পাতায় এসে ঠেকলাম। প্রতিদিন কতশত website এ এসে ঠেকি, আবার বের হয়ে যাই। আজকে বা এখন বা এই পাতায় এসে মনে হলো কিছু লিখি। কিছু লিখলে, সে লেখা কে পড়বেন? শুভেচ্ছা।
ধন্যবাদ। এই সাইটের যেকোনো লেখা পড়ে আপনার মতামত দিতে পারেন। সেটা লেখক পড়বে।