মুহুর্তের জন্য থেমে গিয়ে আবার এগিয়ে চলা

আমি এক মুহুর্তের জন্য থেমে গিয়েছিলাম

যখন তোমার হাত আমার আঙ্গুলগুলোকে ছুঁয়েছিল,

তখন আমার কণিকারা ভাবছিল তাদের প্রবাহ পথ নিয়ে,

কানের পাশের হাওয়ারা কিছুটা উদগ্রীব হয়েছিল—

কোন সুর বাঁধবে তাদের তিন তারে।

আমার ছায়ারা ঘুরে বেড়ায় তোমার পিছু পিছু-

ঘর থেকে বের করবে বলে,

এলোমেলো যুগল চিন্তাকে এক্ত্র করে –

আমরা একটি পথ বানাবো জনসমারহের জন্য।

১২.৩.২০১৯

উত্তরা, দক্ষিণখান, ঢাকা

বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া। আলোকচিত্রীর নাম: Nevit

আরো পড়ুন:  আমার নিশাচর কবিতা হোক তোমার শরীরের পালক

2 thoughts on “মুহুর্তের জন্য থেমে গিয়ে আবার এগিয়ে চলা”

  1. রবীন্দ্র-গল্প পড়ছিলাম। পড়া থেকে কী একটা খুঁজতে গিয়ে, এক রকম হঠাৎ করেই এ পাতায় এসে ঠেকলাম। প্রতিদিন কতশত website এ এসে ঠেকি, আবার বের হয়ে যাই। আজকে বা এখন বা এই পাতায় এসে মনে হলো কিছু লিখি। কিছু লিখলে, সে লেখা কে পড়বেন? শুভেচ্ছা।

    Reply
    • ধন্যবাদ। এই সাইটের যেকোনো লেখা পড়ে আপনার মতামত দিতে পারেন। সেটা লেখক পড়বে।

      Reply

Leave a Comment

error: Content is protected !!