তাঁর তামাটে রূপ দেখেছি সমতল ছেড়ে পাহাড়ে
যেখানে সবুজ মিশেছে সাদা মেঘের আলিঙ্গনে,
টিলার বুকে প্রাণের ধারা নিয়ে এসেছে পলাশের সাজ।
দেখেছি হাজারও তামাটে মুখের মাঝখানে তাঁকে
দমকা হাওয়ার মতো ক্ষণেক হাসি দিয়ে চলে গেছে;
তাঁর প্রখর রোদে পোড়া চকচকে পেশি ছিলো,
চার হাত পা ছিলো সভ্যতা নির্মাণের হাতিয়ার।
তিনি বুকের মাঝে যুগের অসমাপ্ত ঝড়কে বন্দি রেখেছিলেন;
দুঃস্বপ্ন আর রক্ত চাপকে রেখেছিলেন জীবনের টানাপড়েনে,
চোষকের বিনাশের জন্য রেখা আঁকেন নিজের হাতে,
ইদানিং আবেগের টানকে প্রশস্ত বুকে আগলে রাখতে চান।
এখন তিনি হাজারো তামাটে চোখের স্বপ্ন হয়ে থাকেন,
নিজ হাতের রেখা শিল্পী হয়ে ফুটিয়ে তোলেন পাহাড়ী পথে,
সুড়ঙ্গের আঁধারকে বের করে মেখে দেন জগতের আলো।
১৩ মার্চ, ২০১৪
ময়মনসিংহ
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র সূর্যালোকে খড়ের কুটির (Thatched Cottages in the Sunshine)। শিল্পী চিত্রটি আঁকেন মার্চ ১৮৯০ সালে।
বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে কবিতাগ্রন্থের ৩৬ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।