তোমার জন্যই

— গণতন্ত্রের জন্য যুদ্ধ
— জীবনের জন্য ঘাম
— সর্বহারার রাজত্ব কায়েম
— স্বপ্নের জন্য বিপ্লব
— আগুনের কৃষ্ণচূড়া গাছ
— অস্তিত্বের জন্য সংগ্রাম
— কবিতার নামে শব্দের মিছিল
— একটি সুন্দর গোলাপের হাসি
এতোসব প্রয়োজনীয় আয়োজন
শুধু মাত্র তোমার জন্যই।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি অস্তিত্বের জন্যে যুদ্ধ চাই কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা।

আরো পড়ুন:  জেলখানার গল্প

Leave a Comment

error: Content is protected !!