স্মৃতির অধ্যায় আজ মর্মাহত করতে
বারবার মনের মাঝে ভিড় করছে
আঁধার পেরিয়ে আসা সংগ্রামী মানুষটির কথা।
পাহাড়ের পাদদেশ থেকে উঠে এসেছিলেন তিনি;
রক্ত কণিকারা লিখেছিলো লড়াইয়ের খাতায় তাঁর নাম,
লড়াকু সৈনিকের মতো চোখে মুখে ছিলো
পুঁজির মৃত্যুর অমোঘ ঘোষণা,
দুই হাতে লাল পতাকা, বুকে ঝড়ের স্বপ্ন;
আর আমরা দেখে ছিলাম রাঙা ভোর,
কৃষকের হাসি, শ্রমিকের মুক্তি,
শিশুদের জন্য গড়তে চাওয়া সমতার পৃথিবী।
তাই উল্টো স্রোতের সাথে লড়বার সাহস জেগেছে মনে,
তাঁর সাহসী চলার পথে খুঁজছি আজো মুক্তির ভোর,
পৃথিবীর অমোঘ নিয়ম ছিনিয়ে নিয়েছে তাঁকে,
সবাই হারিয়ে যায় একবারে, আর ফেরে না,
সেই পরাজয় পৃথিবীর কোলে ডুব দেয়া।
১১ অক্টোবর, ২০১৩
নওমহল, ময়মনসিংহ
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত চিত্রটি কমরেড এম এ মতিন, আলোকচিত্রি গগন পণ্ডিত।
বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে কবিতাগ্রন্থের ২৭ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।